Posts

  #জুনিয়র_বয়ফ্রেন্ড   #Writer_Unknown #part_1 #collected "এই যে আপু" বান্ধবীদের সাথে ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিলাম।এমন সময় পিছন থেকে একটা ছেলে ডাক দিল।ক্যাম্পাসের জুনিয়রই মনে হল।তাই ছেলেটার দিকে তাকিয়ে বললাম, -আমাকে বলছো?? -জ্বী, ইয়ে মানে,আই লাভ ইউ। আমিতো পুরাই অবাক।যেখানে পুরা ক্যাম্পাসের ছেলেরা আমার সাথে কথা বলতেও ভয় পায়,সেখানে এই ছেলে ডিরেক্ট প্রপোজ করতেছে।রাগে মেজাজ পুরাই গরম হইয়া গেল।কিছু বলতে যাব এমন সময় ছেলেটা বলল, -আসলে আপু সরি।আমি বন্ধুদের সাথে বাজী ধরছি।আমি যদি আপনাকে প্রপোজ করতে পারি এবং আপনি যদি আমার কাছ থেকে এই ফুলটা নেন তাহলে আমাকে ওরা ১ হাজার টাকা দিবে।প্লিজ আপু ফুলটা নেন। কিছুটা অবাক হলাম।আমি বললাম, -আমারে নিয়া ব্যবসা করতে চাও? -নাহ আপু।আসলে ওদের কাছে আমার সাহসিকতার পরীক্ষা দিতাছি। -ওহহ আচ্ছা, জানো তাহলে আমার সম্পর্কে। -জানবো না আবার।পুরা কলেজ জানে।প্লীজ আপু ফুলটা নেন।জুনিয়র হিসেবে রিকুয়েস্ট। -ফুল নিলে আমার লাভ কি? -আপনি যদি ফুলটা নেন তাহলে বাজীর ৩০% আপনার।অর্থাৎ ৩০০ আপনার,৭০০ আমার। -নাহ,তা হবে না।৫০% দিলে নিতে পারি। -আচ্ছা, ঠিক আছে।নিন। আমার হাতে একটা ফুল দিয়ে ...